নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন প্রতষ্ঠিানে তদারকি অভিযান পরিচালনা করছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার(২০ জুন) সকাল সাড়ে ১০টা থকেে বিকাল সাড়ে তিনটা পর্যন্তে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নতেৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদশক আলতাফ হোসেন।
অভিযানে শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কস্থ মারুফ সন্টে হাউজে অতরিক্ত দামে মসল্লা বিক্রয় ক্রয় ও বক্রিয়মূল্যরে রশিদ না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বঙ্গবন্ধু সড়কস্থ বিসিক শিল্পনরীর পাশে অবস্থিত কাচা লঙ্কা নামে এক রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোস ও কৃত্রিম রঙ ব্যবহার এবং বাসী খাবার সংরক্ষনের অপরাধে ৬ হাজার টাকা জরমিানা করা হয়। শামসুল আলম বলনে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।