নীলফামারীর সৈয়দপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও গরিব শিক্ষার্থীর মাঝে ৪০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির ২০২২-২০২৩ এর আওতায় সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ওই সব বাইসাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী  অফিসার ফয়সাল রায়হান,  সৈয়দপুর উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান  মো. আজমল  হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি  মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,  উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষণ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু প্রমূখ উপস্থিত ছিলেন ।
উপজেলা নারী উন্নয়ন ফোরামেরসভাপতি মোছা. সানজিদা বেগম লাকী বলেন, নারী শিক্ষার প্রসার, ঝড়ে পড়া  রোধ ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে  আসা যাওয়া সহজ করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীর মাঝে ৪০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এদের মধ্যে  ৩২ জন মেয়ে  এবং ৮ জন ছেলে শিক্ষার্থী রয়েছে।