নীলফামারীর ডিমলা উপজেলার দশ ইউনিয়নে সম্প্রতি অগ্নিকাণ্ডে ৩৪ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও চাউল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০-জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে ২০২২-২৩ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্ধকৃত ক্ষতিগ্রস্ত গরীব দুঃখী অসহায় ৩৪ টি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারকে ২ বান্ডিল করে মোট ৬৮ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা হারে মোট ২ লাখ ৪ হাজার টাকার চেক প্রদান ও ৩০ কেজি করে চাউল দেওয়া হয়৷

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিতরণ কার্যের পূর্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান৷ উপস্থিত ছিলেন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস।