দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০ টায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে কৃষি মেলা চত্বরে মেলার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন প্রমুখ।
এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, কৃষক, কৃষি সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি ও ব্যক্তি বিশেষ পর্যায়ের ১৫টি নার্সারীসহ কৃষি উদ্যোক্তাগণ মেলায় স্টল বসিয়ে তাদের উৎপাদি কৃষিপণ্য মেলার দর্শনার্থীদের জন্য প্রদর্শন করছেন। আগামী বুধবার (২১ জুন) পর্যন্ত এ মেলা চলবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানিয়েছেন।