মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে নীলফামারীর সৈয়দপুরে  মানববন্ধন ও পথসভা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে  ইসলামবাগ শেরু হোটেল এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এরপর সেখানে ও পাশের রসুলপুর এলাকায় দুটি পথসভা করা হয়। পৌর তিন নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিকের উদ্যোগে ও ওই ওয়ার্ডবাসীর ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচীতে এলাকার বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখেন পৌর তিন নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: দিলশাদ, সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা চাঁদনী, সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শাহাজাদা, হরিজন সম্প্রাদায়ের সহ-সভাপতি জয়লাল, সাধারণ সম্পাদক শ্রী গোপাল প্রমূখ।