আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি সন্তানের সেই চিরন্তন ভালোবাসার প্রকাশ ঘটে প্রতিদিনই। তবু আলাদা করে আজ ভালোবাসার দিন। এ বিশেষ দিনে বাবার প্রতি নানাভাবে ভালোবাসা প্রকাশ করেন সন্তানেরা। আজকের এ দিনে বাবাকে নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানের নাম ‘আদর্শ খোলা বই’।
আরটিভিতে আজ নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।
এ গানে তিনি শুধু কণ্ঠই দেননি, সুর সংযোজন ও মিউজিক কম্পোজিশনও করেছেন। গানটি লিখেছেন কবীর বকুল, নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। এর কোরিওগ্রাফি করেছেন মোফাস্সল হোসেন আলিফ। প্রদীপ ভট্টাচার্য্যের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। গানটি বিশ্ব বাবা দিবসে আরটিভি ও আরটিভির সব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হবে বলে জানিয়েছেন বাপ্পা মজুমদার। বাবা দিবসে বিশ্বের সব বাবার প্রতি সম্মান জানিয়ে গানটি করা। এটি শ্রোতাদের ভালো লাগবে বলে মনে করছেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।
বছরজুড়েই নতুন গান নিয়ে ব্যস্ত থাকেন বাপ্পা। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক ‘রাগাস্কেপ’ প্রকাশ করেন। এর জন্য সংগীতপ্রেমীদের প্রশংসা পাচ্ছেন তিনি। রাগাস্কেপ নিয়ে জানতে চাইলে বাপ্পা বলেন, ‘আমি মনেপ্রাণে একজন মিউজিশিয়ান, কম্পোজার, গীতিকার। সব মিলিয়ে আমার নিজের একধরনের চাওয়া থাকে। যে চাওয়াটা সবসময় শ্রোতাকেন্দ্রিক নয়। যেকোনো ক্রিয়েটরের নিজের মনের একটা ভাবনা থাকে, কিছু আইডিয়া থাকে। রাগাস্কেপ সে আইডিয়ার একটা প্রতিফলন। আমি এর আগেও কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেছি, তবে সেটা এত বিশদ আকারে নয়। নিজের ভাবনাগুলোকে সামনে নিয়ে আসার জন্যই এটা করা। ওরিয়েন্টাল মিউজিকের সঙ্গে ওয়েস্টার্ন মিউজিকের মেলবন্ধন কতটুকু করা যায়, এ ভাবনার জায়গা থেকে কাজটা করা এবং সামনে আমি আরো কিছু কাজ নিয়ে আসছি। আমি একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবামের কাজ শুরু করেছি। এখন থেকে চেষ্টা করব, গানের পাশাপাশি ইনস্ট্রুমেন্ট নিয়ে এমন কাজ করার।’
পরিবার থেকেই সংগীতে হাতেখড়ি বাপ্পার। তার বাবা সংগীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার ও মা ইলা মজুমদার। সংগীত পরিবারের মধ্যে বেড়ে উঠেছেন তিনি। বাবা-মা দুজনই শাস্ত্রীয় সংগীতশিল্পী হওয়ায় পরিবারের কাছ থেকে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার কণ্ঠে যেমন শোনা গেছে অনেক জনপ্রিয় গান, তেমনি অনেক প্রশংসিত গানের সুর ও কথার স্রষ্টা তিনি।