দিনাজপুরের চিরিরবন্দরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কাইয়ুম হোসেন নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি আজ ১৮ জুন রবিবার সকাল সোয়া ৯ টায় দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের গার্মেন্টস বাজারে ঘটেছে। নিহত যুবক চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের ব্যাঙ্গের কাদো এলাকার মৃত আফান উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, দিনাজপুর ফিরিঙ্গি ঘাট থেকে চিরিরবন্দরগামী বালু বোঝাই একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে আসার সময় একইদিকে আসা একটি বাইসাইকেল আরোহীকে পিছন থেকে চাপা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহতের চাচাত ভাই হাসান আলী জানান, প্রতিদিনের ন্যায় ভোরে কাইয়ুম হোসেন বাই সাইকেলযোগে দিনাজপুর বাহাদুর বাজারে শাক বিক্রি করে ফেরার সময় ওই স্থানে পৌঁছলে পিছন থেকে ড্রাম ট্রাক চাপা দিলে তার মৃত্যু হয়। 

চিরিরবন্দরের থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ড্রাম ট্রাক, চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।