দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ (বালক) অনুূর্ধ্ব-১৭’র ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে আব্দুলপুর ইউনিয়ন পরিষদ এবং রানার্সআপ হয়েছে সাতনালা ইউনিয়ন পরিষদ। গত ১৫ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনালটি খেলা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম বক্তব্য রাখেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে ট্রফি তুলে দেন।