নীলফামারীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে তিন লাখ সাত হাজার ৪৫ জন শিশুকে। আগামী ১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এসব শিশুকে ওই টিকা খাওয়ানোর কাজ করবে তিন হাজার ৮০ জন স্বেচ্ছাসেবক ও ১৯১ জন সুপারভাইজার। জেলার ছয় উপজেলা ও ৪ পৌরসভার স্থাপন করা হবে এক হাজার ৫৪০টি কেদ্রে।
গতকাল বুধবার(১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নীলফামারী আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান।
এসময় বক্তৃতা দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সিভিল সার্জন কার্যালয়ের জেষ্ঠ জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল প্রমুখ।
কর্মশালায় আরও জানানো হয়, তিন লাখ সাত হাজার ৪৫ জন শিশুর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৩৯২ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭৫ হাজার ৬৫৩ জন শিশু রয়েছে। ছয় উপজেলার মধ্যে নীলফামারী সদরে ৭৮ হাজার ৭২২, ডোমারে ৪৬ হাজার ৪৪, ডিমলায় ৪০ হাজার ৭১১, জলঢাকায় ৫৬ হাজার ৪৫৫, কিশোরীগঞ্জে ৩৯ হাজার ৬১৪, সৈয়দপুরে ৪৫ হাজার ৪৯৯ জন রয়েছে।