নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাস্থ্য নীতিতে রেফারেল ব্যবস্থা সস্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক। প্রশিক্ষণ পরিচালনা করেন ডিপার্টমেন্ট অব এ্যাপ্লাইড হেলথ এন্ড নিউট্রিশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ও ডিজিএফপি এর পরিচালক ডাঃ আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেজবাহুর রহমান মেজবাহ।
এসময় সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান কমিউনিটি ক্লিনিক হতে ইউনিয়ন স্বাস্থ্য প্রতিষ্ঠান অথবা সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত কার্যকরী রেফারেল পদ্ধতি গড়ে তোলাসহ প্রতিটি পর্যায়ে তথ্যাদি সংরক্ষণ করার আহবান জানান।
প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারীদের রেফারেল পদ্ধতি এবং তাদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে ধারনা দেওয়া হয়।
আরটিএম ইন্টারন্যাশনাল আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির আয়োজনে সভায় ৩০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করে।