দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্দ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাবেক সংস্কৃতি মন্ত্রীর উপজেলাস্থ বাসভবন থেকে র্যালীটি বের হয় এবং স্থানীয় চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লাণ পাদদেশে এসে শেষ হয়। র্যালীর নের্তৃত্ব দেন সাবেক সংস্কৃতি মন্ত্রী দেশ বরণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান ও ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজ, সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, বিশিষ্ঠ ঠিকাদার মাহাবুবুল আলম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম শানু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা মৎস্যজীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাকিম শাহ্, জাতীয় সাংবাদিক সংস্থার নীলফামারী জেলা কমিটির সভাপতি এম আবুল হোসেন শাহ, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, বিটিভির প্রতিনিধি নুর আলম, দৈনিক শিক্ষা ডটকম অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি একরামুল হক লাবু, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি সাদিক-উর রহমান শাহ্(স্কলার), দৈনিক জবাব দিহি পত্রিকার প্রতিনিধি ফেরদৌস আলম, দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি খলিলুর রহমান প্রমুখ।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন পত্রিকার নীলফামারীস্থ স্টাফ রির্পোটার এসএপ্রিন্সের সঞ্চালনায় র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, দেশের অনেক গনমাধ্যমের মধ্যে যায়যায়দিন পত্রিকা অন্যতম। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় রেখে যাচ্ছে বলিষ্ঠ ভূমিকা। স্বাধীনতার স্বপক্ষের এই দৈনিকটি আগামী দিনেও গনমানুষের মুখপত্র হিসাবে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি। পত্রিকাটির স্টাফ রির্পোটার এসএপ্রিন্স বলেন, এদেশের কোটি কোটি মানুষের মুখপত্র হিসেবে যায়যায়দিন পত্রিকাটি ১৮ বছরে পদার্পন করলো। অনেক চরাই উতরাই পেরিয়ে পাঠক নন্দিত এ মুখপাত্রটি দেশ গঠনে দেশকে এগিয়ে নিতে রেখেছে বলিষ্ঠ ভূমিকা। এরমাঝেও এসেছিল অনেক ঘাত প্রতিঘাত। তবুও থেমে থাকেনি যায়যায়দিনের প্রকাশনা আর অদম্যতা।