নীলফামারী জেলা মহিলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি রোকেয়া ইসলাম রুপালি স্মরণে শোক সভা হয়েছে শনিবার দুপুরে।

শিল্পকলা অডিটোরিয়ামে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।

বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান এবং পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য রাখেন।

জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আফরোজা বেগম।

বক্তারা উল্লেখ করেন রোকেয়া ইসলাম ছিলেন একজন প্রকৃত আওয়ামীলীগের কর্মী। আওয়ামীলীগের ব্যাপারে কোন আপস করতেন না। মহিলাদের সংগঠিত করতে রোকেয়া ইসলাম অগ্রনী ভুমিকা পালন করেন।

সভা শেষে মহিলা আওয়ামীলীগ নেত্রীর আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসুচীতে মহিলা লীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম জানান, গত ১৮মে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। ২০১৯সালের ১৭নভেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন রোকেয়া ইসলাম রুপালি।