নীলফামারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে ধারাবাহিক মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণের ৬দিন ব্যাপী প্রথম ব্যাচের প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার (১০জুন) সকাল থেকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুুযায়ী প্রথম ব্যাচে দুইশত জন ও ২য় ব্যাচে দুইশত জন সহ মোট চারশ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ব্যাচ চলবে ১০জুন হতে ১৫জুন ও ২য় ব্যাচ শুরু হবে ১৬জুন হতে ২১জন পর্যন্ত। প্রশিক্ষণে অংশ নিয়েছে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষণ না পাওয়া বিষয়ভিত্তিক শিক্ষকগন। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সকালে বিভিন্ন প্রশিক্ষণ কক্ষ ঘুরে প্রশিক্ষণ সম্পর্কে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন মতামত নেন। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন প্রশিক্ষণ হল দক্ষতা অর্জনের অন্যতম মাধ্যম। যে কোন বিষয়ের উপর প্রশিক্ষণ ছাড়া দক্ষতা অর্জন সম্ভব নয়। এসময় বিষয় ভিত্তিক বিভিন্ন মাষ্টার ট্রেইনারগন উপস্থিত ছিলেন।