নীলফামারীর ডোমার পৌরসভার সর্বস্তরের জনগনের সহিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় ডোমার বাজারস্থ রুবেল চত্ত্বরে সভার আয়োজন করেন ডোমার পৌরসভা।
পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানুর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।প্যানেল মেয়র সেলিম রেজা, কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমনসহ পৌর কাউন্সিলর গণ উপস্থিত থেকে বক্তব্য দেন।
প্রসঙ্গত; সম্প্রতি পৌর সভা এলাকায় অটো, ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যানে চাঁদা তোলা বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। উল্লেখিত বিষয়টিতে সচেতনতা ও পৌর কর দেওয়া লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেন ডোমার পৌরসভা।