জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর চাকুরীকাল শেষ হওয়ায় অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার (৩১ মে) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক গোলাম রব্বানীর স্মৃতি চারণ করেন সাবেক প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও বর্তমানে কর্মরত শিক্ষকগন। স্মৃতি চারণে তারা বলেন বিদায়ী প্রধান শিক্ষক একজন দক্ষ ও সৎ হিসেবে তার চাকুরীকাল শেষ করলেন। তিনি অত্র বিদ্যালয়ে পড়ালেখা করে প্রথম শিক্ষকতা পেশায় যোগদান করেন দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখানে মাত্র কয়েক মাস চাকুরী জীবন শুরু করে নিজ প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন। এখানে কর্মরত থেকে পদন্নোতি পেয়ে সহকারি প্রধান এবং প্রধান শিক্ষক হিসেব সাড়ে চার বছরের অধিক সময় ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। যা উনার জীবনে গৌরব ও সৌভাগ্যের বিষয় বটে। আজ বিদায় লগ্নে আমরা এই প্রধান শিক্ষকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সম্মান। তিনি জেন অবসর জীবন সুস্থ্য ও সুন্দরভাবে সকলের মাঝে কাটাতে পারে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও শিক্ষক এবং বর্তমানে নীলফামারী সৈয়দপুর বিজ্ঞান কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম আহমেদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবসর) মনজের আলী, সহকারি প্রধান শিক্ষক(অবসর) মোখলেছুর রহমান চৌধুরী দুলাল সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র। সবশেষে অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।