নীলফামারীর সৈয়দপুর শহরের দ্বিতীয় বৃহৎ গোলাহাট কবরস্থানের গেট থেকে দাফনের জন্য আসা একব্যক্তির মোটর সাইকেল চুরি হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুর ২ টায় এই চুরির ঘটনা ঘটেছে।
চুরি যাওয়া বাজাজ পালসার কালো রংয়ের মোটর সাইকেলটির লাইসেন্স নম্বর দিনাজপুর ল-১১৮১৬৮। এটির মালিক পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বাঁশবাড়ী ফুলবাগান এলাকার ওসমান গণির ছেলে কাপড় ব্যবসায়ী জাবেদ।
খবর পেয়ে সৈয়দপুর গোলাহাট ফাঁড়ির এস আই আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।এর আগেও ওইস্থান থেকে কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। মানুষ এতটাই অসভ্য ও ধর্মহীন হয়ে পড়েছে যে, শেষ ঠিকানা হিসেবে পরিচিত কবরস্থানও আজ নিরাপদ নয়।