নীলফামারীর জলঢাকা উপজেলায় আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। উপজেলা মৎস্য জীবিলীগের আহবায়ক কুলো চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, সাধারণ সম্পাদক মুসা মিয়া, ওলামালীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল, যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, পৌর তাতীলীগের সভাপতি শিমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজম সরকার, পৌর মৎস্য জীবিলীগের আহবায়ক মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব গোবিন্দ রায় রাখাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য জীবিলীগের সদস্য সচিব এনায়েত হোসেন মুরাদ। সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার বিচার দাবি করেন। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ   দেশ ও জাতির মঙ্গল কামনা মোনাজাত করা হয়। উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগ এই কর্মসুচি পালন করে।