নীলফামারীতে আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পমাল্য অর্পণ করে নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয় এবং বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শেষে দলীয় কার্যালয়ের সামনে মৎসজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রুকুনুজ্জামান সরকার লেমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম শানু, মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাকিম শাহ প্রমূখ।