সৈয়দপুর উপজেলার দক্ষিণ নিয়ামতপাড়া আদানী মোড় এলাকার শহিদুল ইসলামের ছেলে আলিফ (২৪)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, মোস্তফা মনজুর বলেন, গত ১৩ মে দিবাগত রাতে শহরের থানা পাড়া এলাকার একটি বাড়িতে হানা দেয় কুখ্যাত ও গ্রেপ্তারকৃত চোরেরা। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে আমি ও নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলমসহ নীলফামারী থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সম্মিলিত একটি দল জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করি এই সংঘবদ্ধ কুখ্যাত চোরদের। পাশাপাশি উদ্ধার করা হয় চুরি যাওয়া ল্যাপটপ, স্বর্ণালংকার, মোবাইলফোন, টিভি ও মোটরপাম্প।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত কুখ্যাত চোরেরা বিজ্ঞ আদালতে দ. বি. আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই চুরির ঘটনা স্বীকার করেছে। এই সংঘবদ্ধ চোরেদের বিরুদ্ধে নীলফামারী থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।