নীলফামারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জেলা পর্যায়ে ৪টি গ্রুপে ১৬ টি প্রতিযোগিতায় উপজেলা পর্র্যায়ে সেরাদের নিয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দিনব্যাপী নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যানিকেতন এ জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায় হতে সেরা নির্বাচিত গন অংশ নেন। তাদের মধ্য খেকে বিচারকগন জেলা পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জনকারীকে বাছাই করেন। এতে জেলা স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন কলেজ পর্যায়ে নীলফামারী সরকারি কলেজ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ প্রফেসর মো: দিদারুল ইসলাম, প্রতিষ্ঠান পর্যালে নীলফামারী সরকারি কলেজ, স্কুল পর্যায়ে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান স্কুল পর্যায়ে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রোকনুজ্জামান চৌধুরী, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রণচন্ডি বসুনিয়া পাড়া দাখিল মাদরাসা, প্রতিষ্ঠান প্রধান পর্যায়ে সংগলশী হাজীপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, কারিগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান খগাখড়িবাড়ী টেকনিক্যাল এন্ড বিএমই, শ্রেষ্ঠ প্রধান সুজাউদ্দৌলা, শ্রেষ্ঠ স্কাউট নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় জুনাইয়েদ সিদ্দিক জিদান, স্কাউট শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রওশন আরা চৌধুরী, স্কাউট গ্রুপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, গার্লস গাইড সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিঘাত, গার্লস গাইড শিক্ষক সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিলকিস বানু, গার্লস গাইড গ্রুপ সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রোভারে নীলফামারী সরকারি কলেজের মোহসীনিন ইসলাম, রোভার শিক্ষক নীলফামারী সরকারি কলেজের কাজি এ.এম জাকিউল ইসলাম, রোভার গ্রুপে নীলফামারী সরকারি কলেজ, বি.এন.সি.সি নীলফামারী সরকারি কলেজের বিঞ্চু রায়, বি.এন.সি.সি শিক্ষক নীলফামারী সরকারি কলেজের মো: ওমর ফারুক, শ্রেণি শিক্ষক কলেজ পর্যায়ে নীলফামারী সরকারি কলেজের মোঃ জাহিদুল হক, কারিগরিতে পশ্চিম হরিণচড়া ভোকেশনালের শ্রীমন্ত রায়, স্কুল পর্যায়ে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের রবিউল ইসলাম, মাদরাসায় নীলফামারী সংগলশী হাজিপাড়া আলিম মাদরাসার মোছাঃ মঞ্জুয়ারা খাতুন এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া সেরাদের মধ্য থেকে সেরা নির্বাচিত করা হয়েছে।
নীলফামারী জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান, গার্লস গাইড, রোভার, কেরাত, হামদ/নাত, বাংলা কবিতা আবৃত্তি, বাংলা রচনা, বিতর্ক, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, জারীগান (দলভিত্তিক),তাৎক্ষনিক অভিনয়, নৃত্য(উচ্চাঙ্গ), লোক নৃত্য, বিএনসিসি, রেঞ্জার, ইংরেজি রচনা ও নির্ধারিত বক্তৃতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ প্রতিযোগিতায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ সেরাদের নিয়ে জেলা পর্যায়ে সেরা নির্বাচন অনুুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে বিচারকগন সেরাদের মধ্য থেকে সেরা নির্বাচন করেন। এ সকল শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা রংপুর বিভাগে অংশ নেবেন।