“দুর্নীতি রোধে কেবল কঠোর আইন নয়, চাই সামাজিক আন্দোলন” এই বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায়
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২১মে) সকালে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বেলাল হোসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মহিউদ্দিন, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন ও প্রধান শিক্ষক মির্জা গালিব প্রমুখ। দুর্নীতি দমন কমিশন ও জলঢাকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়।