ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্টিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় এবং সিভিল সোসাইটি ফোরাম,নীলফামারী সদর এর আয়োজনে অদ্য ১৭ মে ২০২৩ ইং সিভিল সোসাইটি ফোরামের সাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির রিফ্লেকশন সভা অনুষ্টিত হয়, স্থান,উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অফিস সভা কক্ষ, নীলফামারী।

সিভিল সোসাইটি ফোরামের সাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির রিফ্লেকশন সভা মূলত সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং জানো প্রকল্পের সম্পৃকতা এবং সিভিল সোসাইটি ফোরামের প্রেশার গ্রুপ বা তদারকি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়

সিভিল সোসাইটি ফোরামের সাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির রিফ্লেকশন সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মক্তিযোদ্ধা,জনাব বংকু বিহারী রায়,সভাপতি, সিভিল সোসাইটি ফোরাম নীলফামারী সদর,মো: আলী শাহরিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জগন্নাথ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা,নীলফামারী সদর,নীলফামারী,আরো উপস্থিত ছিলেন নীলফামারী সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,নীলফামারী সদর, এছাড়াও সাংবাদিক বৃন্দ,আইনজীবি,ও জানো প্রকল্প কর্মএলাকার থিয়েটার কর্মী,এবং সিএসজি সদস্য উপস্থিত ছিলেন ।
সিভিল সোসাইটি ফোরামের সাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির রিফ্লেকশন সভায় কার্যক্রম বাস্তবায়ন মক্তিযোদ্ধা বংকু বিহারী রায়, বলেন বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন এর জন্য সংশ্লিষ্ট সরকারের সাথে একযোগে,সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন জানো প্রকল্প, নীলফামারী সদর উপজেলা তাদের কর্মএলাকার পুষ্টি সমন্বয় মূলক যে সব করেছে জানো প্রকল্প শেষ হয়ে গেলেও সেটি চলমান রাখার দায়িত্ব আমাদের সকলের।
জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব পোরশিয়া রহমান,এপিএম জানো প্রকল্প,মো: রাসেল ইসলাম, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার,শাহ মোহাম্মদ শরীফ,উপাজেলা ম্যানেজার জানো প্রকল্প,নীলফামারী।

সিভিল সোসাইটি ফোরামের সাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির রিফ্লেকশন সভায় জানো প্রকল্পের অগ্রগতি আলোচনা করেন পোরশিয়া রহমান, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, জানো প্রকল্প, ইএসডিও, নীলফামারী ।