নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০২২-২৩ সালের ভিডব্লিউবি চক্রের (ভিজিডি) ৩৩৯ জন নারীর মাঝে ৪ মাসের ৩০ কেজি করে ১২০ চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫মে) সকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল তুলে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় ও ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব তছলিম উদ্দিন। এসময় চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার অসহায় নারীদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভিডব্লিউবি চক্র কর্মসুচি বাস্তবায়ন করছে। যাতে করে তারা খাদ্য নিরাপত্তাহীনতায় না ভোগে। এজন্য তিনি সকলকে সরকারের পাশে থাকার আহবান জানান। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় বালাগ্রাম ইউনিয়ন পরিষদ এসব চাল বিতরণ করে।