নীলফামারীতে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দুইজন কর্মকর্তাকে বিদায় ও বরণ এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে।গতকাল শনিবার (১৩মে) বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) সদর উপজেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমিতে নবাগত জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানকে বরণ ও জেলা শিক্ষাকর্মকর্তা হিসেবে নীলফামারীতে কর্মরত থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল রংপুর এ উপ পরিচালক হিসেবে মোঃ শফিকুল ইসলাম যোগদান করায় তাকে বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী জেলা শিক্ষাকর্মকর্তা ও বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলামকে সম্মাননা স্বারক ও নবাগত জেলা শিক্ষাকর্মকর্তা মোঃ হাফিজুর রহমানকে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার রায় বাদল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আলী শাহরিয়ার, মশিউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ সহিদুল ইসলাম, কুন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবসর) বাবু খোকারাম রায়,বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি মহাফিজুর রহমান খাঁন ও সাধারন সম্পাদক সুধির চন্দ্র রায়, রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এম.ডি.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি এম শফিকুল ইসলাম, বারুনীর ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজীৎ রায় মিরু সহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তাগন বিদায়ী জেলা শিক্ষাকর্তা ও বর্তমানে রংপুর অঞ্চলের উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম প্রায় সাড়ে আট বছরের চাকুরী জীবনের স্মৃতি চারন করেন।