নীলফামারীতে স্ত্রীরসঙ্গে কলহের জেরে চার মাসের ছেলে সন্তানকে শাস্বরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক বাবা একেএম জাকারিয়া শেখের (৫৫) বিরুদ্ধে। গত শুক্রবার রাত তিনটার দিকে জেলা শহরের দক্ষিণ হাড়োয়া ফকিরগঞ্জ গ্রামের এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে থানায় মামলা দায়ের হলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। জাকারিয়া শেখ সৈয়দপুর উপজেলার সোনাখুলি কামিল মাদ্রাসার প্রভাষক পদে রয়েছেন।
এলাকাবাসী জানায়, চার মাস বয়সী শিশু সন্তান ইয়াহিয়া খান রাতে বাবা মায়ের কাছে ঘুমায়। রাত তিনটার দিকে মা আয়শা সিদ্দিকা মমতা (৪৫) ঘুম থেকে জেগে সন্তানের শরীর ঠান্ডা ও নিথর দেখতে পেয়ে চিৎকার করেন। এলাকাবাসী এগিয়ে এসে শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটিকে শাস্বরোধ করে হত্যার বিষয়ে উপস্থিত লোকজনের সন্দেহ হলে বাবা একেএম জাকারিয়া শেখকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মামলা ও পারিবারিক সূত্র মতে, জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে মাদ্রাসা শিক্ষক একেএম জাকারিয়া শেখের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় পৌর শহরের হাড়েয়া ফকিরগঞ্জ গ্রামের আয়শা সিদ্দিকা মমতার (৫০)। ওই শিক্ষকের প্রথম স্ত্রীর মৃত্যু হলে মমতাকে দ্বিতীয় বিয়ে করেন। তেমনি আয়শা সিদ্দিকা মমতারও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে শিক্ষক জাকারিয়া নিজ বাড়ি ছেড়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই গ্রামে বসবাস করে আসছিলেন।
আয়শা সিদ্দিকা মমতা বলেন,‘মুই কাবিন নামার কাগজ চাইছিনু স্বামীর কাছোত। কাবিন নামার কাগজ না দিয়া মোর সঙ্গে ঝগড়া লাগায়। এলা ছাওয়াটাক মারি ফেলে মোক চুড়ান্ত কাবিন নামার কাগজ দিয়া গেইল।’
নীলফামারী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহফুজার রহমান বলেন, ‘জমি জমা ও চার মাসের শিশু সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ চলে আসছিল। শুক্রবার ঘুমানোর পর রাত তিনটার দিকে আয়শা সিদ্দিকা মমতা ঘুম থেকে জেগে তার শিশু সন্তানের শরীর ঠান্ডা এবং নিথর দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা সেখানে গিয়ে বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ শিশুটির বাবা একেএম জাকারিয়াকে আটক করেন।’
নীলফামারী সদর থানার পরিদর্শক (অপারেশন) পলাশ মন্ডল বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা আয়শা সিদ্দিকা মমতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামী একেএম জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় শিকার করেছেন। ওই মামলায় জাকারিয়ার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) ও মেয়ে আয়শা সিদ্দিকাকে (২৬) আসামী করা হয়েছে।’
এদিকে জাকারিয়ার প্রথম স্ত্রীর মেয়ে আয়শা সিদ্দিকা প্রিয়াংকা মুঠো ফোনে বলেন,‘ সৎ মায়ের নানা অত্যাচারে আমার বাবা অনেকটা বিকারগ্রস্ত হয়ে পড়েনে। কিছুদিন আগেও আমি তাকে (বাবা) ঢাকায় এনে চিকিৎসা করাই। এ ঘটনার সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই।’