নীলফামারী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা /২০২৩ নির্দেশনা মেনে আজ ১৩ মে (শনিবার) নীলফামারী সরকারী কলেজ অডিটোরিয়ামে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।ইভেন্ট সমুহের মধ্যে কেরাত, হামদ/নাত, বাংলা ও ইংরেজীতে রচনা প্রতিযোগীতা ,উপস্থিত বক্তব্য ,গান,লোকসংগীত, উচ্চাঙ্গ সংগীত সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার সেরা শিক্ষক, সেরা শিক্ষার্থী , সেরা স্কাউট সহ উপজেলার বিভিন্ন বিষয়ের সেরা মনোনীত করা হয়। উল্লেখ্য জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের পক্ষ হতে দিবসটি পালনে সার্বিক সহযোগীতা করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নাধীন সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৭৬ টি বিদ্যালয়ের মধ্যে উপজেলা মাধ্যমিকশিক্ষা অফিস কতৃক মনোনীত কমিটির সহায়তায় মনোনীত ৩টি সেরা বিদ্যালয় প্রথমঃ চাঁদের হাটবালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়ঃ খোকশাবাড়ি এম ইউ উচ্চ বিদ্যালয়, তৃতীয়ঃ কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এন্ড কলেজ
ও জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল(জেমস) কারিকুলাম বাস্তরায়নে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় সেরা ৩ জন জেমস শিক্ষক প্রথমঃহরিপদ সরকার (সহকারীশিক্ষক ), টুপামারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়ঃ শাহনাজ জেরিনসরকার (সহকারী শিক্ষক)কানিয়াল খাতা দ্বিমূখী দাখিল মাদ্রাসা তৃতীয়ঃশাহজাহান আলী (সহকারী শিক্ষক )গোড়গ্রাম স্কুল এন্ড কলেজ এর নাম ঘোষনা করা হয়এছাড়াও শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রকল্পের আওতাধীন প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতার আয়োজন করে প্রতিটি বিদ্যালয়ের ৩ জনকে নির্বাচিত করে পুরুস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার মোঃ আলী শাহরিয়ার, বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন মোঃ গাজিয়ুর রহমানএকাডেমিক সুপার ভাইজার সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রধান সহ জানো প্রকল্পের উন্নয়নকর্মী বৃন্দ সহ প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ থাকে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আর্ন্তজাতিক দাতাসংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশনএর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায় রংপুর ও নীলফামারী জেলার কমিউনিটি ক্লিনিক ও বিদ্যালয় পর্যায়ে পুষ্টির উন্নয়নে সরকারের কাজকে সহায়তা প্রদান করে আসছে।