সৈয়দপুর হতে নীলফামারী, ডোমার, ডিমলা ও চিলাহাটি রুটে গেটলক বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল সোমবার (৮ মে) শহরের স্মৃতি অম্লান চত্বর থেকে ওই সার্ভিসের উদ্বোধন করা হয়।
নীলফামারী জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র এবং নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নওয়াজ হোসেন শানু প্রমূখ।
নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা যায়, সৈয়দপুরের স্থানীয় স্মৃতি অম্লান চত্বর হতে প্রতিদিন সকাল আটটা হতে সাড়ে তিনটা প্রতি ৩০ মিনিট পরপর নীলফামারী, ডোমার ও চিলাহাটি রুটে বিরতিহীন বাস চলাচল করবে। মোট ১২টি বাস এই রুটে চলাচল করবে।