একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আজ থেকে শুরু

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আজ (বৃহস্পতিবার) ১০ আগস্ট সকাল থেকে শুরু হয়েছে। প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। গত বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করা হবে।

আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। সর্বশেষ তৃতীয় ধাপে শিক্ষার্থীদের ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।

ফলাফল ও মাইগ্রেশন শেষ হওয়ার পর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। আর একাদশে ক্লাস শুরু হতে পারে ৮ অক্টোবর থেকে।

পুরো আবেদন চলাকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটির জন্য অনলাইন সার্ভিস ও কল সেন্টার এবং আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। গত বছরের মতো এবারও আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি করা হয়েছে ৩৩৫ টাকা। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনে ভর্তির আবেদন করা যাবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দেওয়া যাবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে এর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। আগে প্রাথমিক নিশ্চায়ন ফি ছিল মোট ৩২৮ টাকা। তবে আগে ১৩৫ টাকা থাকা রেজিস্ট্রেশন ফি ৭ টাকা বাড়িয়ে ১৪২ টাকা করায় মোট ফি বেড়েছে।

পুরো ভর্তিপ্রক্রিয়াটি অনলাইনে হলেও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান অথবা বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী অথবা খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় অথবা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করে দেবে।

২০২১, ২০২২ ও ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি অথবা সমমান পরীক্ষা পাস করা শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বছরে পাস করা শিক্ষার্থীরাও ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য আবেদন করতে পারবে।

গত শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তির চেষ্টা করবে।

প্রসঙ্গত, একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না। এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।

  • Related Posts

    ডোমারে মাধ্যমিক শিক্ষা অফিসারের অপসারণের দাবীতে বিক্ষোভ

    :দানবীয় ফ্যাসিষ্ট গণহত্যাকারী অবৈধ সরকারের সুবিধাভোগী,এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা’র অভিযোগ তুলে নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের অপসারণের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।…

    Continue reading
    জলঢাকায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন, সাইক্লিং ও অ্যাথলেটিক্স খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত…

    Continue reading

    সকল

    ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

    ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

    ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল দুই শতাধিক মানুষ

    ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল দুই শতাধিক মানুষ

    নীলফামারীতে ছাত্রশিবিরের দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু-সেবা প্রদান করা হবে ৪ হাজার রোগী

    নীলফামারীতে ছাত্রশিবিরের দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু-সেবা প্রদান করা হবে ৪ হাজার রোগী

    ‘নগদ’ কার্যালয়ে ‍দুদকের অভিযান

    ‘নগদ’ কার্যালয়ে ‍দুদকের অভিযান

    আজ থেকে মাঠে নামছে বিএনপি

    আজ থেকে মাঠে নামছে বিএনপি

    জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮শ কোটি টাকা চায় ইসি

    জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮শ কোটি টাকা চায় ইসি

    জিয়া সাংস্কৃতিক সংগঠনে ডাক্তার সাবরিনা, যা বললেন নেতারা

    জিয়া সাংস্কৃতিক সংগঠনে ডাক্তার সাবরিনা, যা বললেন নেতারা

    তিস্তা রক্ষা আন্দোলনে ২ দিনের কর্মসূচি, বক্তৃতা দেবেন তারেক রহমান

    তিস্তা রক্ষা আন্দোলনে ২ দিনের কর্মসূচি, বক্তৃতা দেবেন তারেক রহমান

    আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

    আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

    যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

    যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু