নীলফামারীতে ১৯৮ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের মাধ্যমে ডোমার ও জলঢাকা উপজেলা ভূমিহীন ও গৃহহীম মুক্ত হবে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর করবেন। এ নিয়ে জেলার ভূমিহীন ও গৃহহীন মুক্তের তালিকায় যুক্ত হবে পাঁচ উপজেলা প্রস্তুতির অংশে গত সোমবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ আগস্ট বুধবার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের জেলার ডোমার , জলঢাকা ও সৈয়দপুর উপজেলার ১৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার দুই শতক জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর পাবে। এর মধ্যে জলঢাকা উপজেলায় ২৫টি, ডোমার উপজেলার ৪২টি ও সৈয়দপুর উপজেলায় ১৩১টি রয়েছে। সেদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির দলিল ও ঘর হস্তান্তর করবেন। এর আগে জেলার ছয় উপজেলায় মোট তিন হাজার ৯৪৭ পরিবারকে জমি ও ঘর প্রদানের মাধ্যমে জেলার ডিমলা, নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়। এবার ১৯৮ পরিবারকে ঘর প্রদানের মাধ্যমে ডোমার ও জলঢাকা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। এ নিয়ে জেলার ছয় উজলার মধ্যে পাঁচ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্তের তালিকায় যুক্ত হবে। অবশিষ্ট সৈয়দপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্তের কাজ চলছে।
উল্লেখ যে, সৈয়দপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৫২৯ পরিবারের মধ্যে ৩৯৮ পরিবারকে পুণরবাসন করা হয়। নতুন করে ১৩১ পরিবার ঘর পাওয়ার পর সে তালিকা পূর্ণ হবে। কিন্তু নতুন করে আরও শতাধিক পরিবার এ তালিকায় আসায় এসব পরিবারকে পুণরবাসনের পর উপজেলাটিকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান ও সহকারী কমিশনার সাদিয়া আফরিন।
নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে নীলফামারীতে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা ইপিআই চত্বর থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।…