দিনাজপুরের চিরিরবন্দরে দুই দিনব্যাপি সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ সাহিত্য মেলার উদ্বোধন করা হয়। সাহিত্য মেলা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ গবেষক, কবি প্রাবন্ধিক ড. মাসুদুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন সাহিত্যিক ও উপন্যাসিক, প্রবন্ধকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি, কবি সাহিত্যিক মাসুদ মোস্তাফিজ। প্রধান আলোচক হিসেবে দিনাজপুর জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন এবং অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ৩ জনকে শিল্পকলা সম্মাননা পদক প্রদান করা হয়। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারণ শিশুদের সঙ্গীত ও নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।