![](https://www.nilphamaribarta.com.bd/wp-content/uploads/2023/07/Nil-Pic-1-23072023.jpg)
“সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও সরকারি দপ্তরের পাবলিক সার্ভিস মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৩ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এ সময় স্বানীয় সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তারা সেবাদাতা ও গ্রহীতার জবাবদিহিতা নিয়ে বিষদ আলোচনা করেন। তাঁরা বলেন সুশাসনের পূর্বশর্ত জবাবদিহিতা। তাই সেবা গ্রহন ও প্রদানের সচেতনতার উপর জোর দেন তাঁরা। এসময় ডিসি সাংবাদিকদের পাবলিক সার্ভিস দিবসের তাৎপর্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান।
এরআগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুণরায় সেখানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে স্টল পরিদর্শন ও বিকাল ৩টায় পুরষ্কার বিতরণ করা হয়। দিনব্যাপী মেলায় জনগণকে সেবা প্রদান করায় যৌথভাবে সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শষ্যা জেনারেল হাসপাতাল প্রথম, জেলা পুলিশ বিভাগ দ্বিতীয় ও তৃতীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস তৃতীয় হয়েছেন। ক্রেষ্ট প্রদান করেন জেলা প্রশাসক।
আলোচনা ও র্যালীতে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গোলাম সবুর, সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিরোদা রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, ২৫০ শষ্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ আবু-আল হাজ্জাজ, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।