শনিবার , ২২ জুলাই ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২২, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ

সবাই মিলে ঐক্য গড়ি ন্যায্য দাবী আদায় করি এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে নীলফামারী ইউআরসি কেন্দ্রে বিভিন্ন আদায় সহ এ কাউন্সিল অনুষ্ঠিত। কাউন্সিলে বক্তাগন দ্রুত ১০ম গ্রেড, বকেয়া টাইমস্কেল, উচ্চতর গ্রেড ও প্রধান শিক্ষক পদ থেকে সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি ইন্সট্রাক্টর পদে শতভাগ বিভাগীয় পদন্নোতির দাবী করেন কেন্দ্রীয় নের্তবৃন্দ। এতে প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-মহিলা সম্পাদিকা লুৎফন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেলনুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিরল উপজেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ও সহ-সভাপতি জহুরুল ইসলাম। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন প্রধানগন। পরে নীলফামারী সদর উপজেলার প্রধান শিক্ষক সমিতি গঠনে সভাপতি হিসেবে প্রধান শিক্ষক লুৎফন নাহার ও সাধারণ সম্পাদক পদে মোঃ আমজাদ হোসেন কে নির্বাচিত করেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি শেফালী রানী, সহ-সভাপতি সিতারা এ জাহান, সাংগঠসিক সম্পাদক কামরুন্নাহার রুপালি অর্থ বিষয়ক মনোয়ার হোসেন ও মহিলা বিষয়ক তাসমিন নাহার সহ ৩১ সদস্য কার্যনির্বাহী বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার আত্নপ্রকাশ করা হয়। এসময় নবগঠিত এ কমিটি কেন্দ্রেীয় কমিটির সকল ধরনের কর্মসূচীতে অংশ নিয়ে প্রধান শিক্ষকদের দাবী আদায়ে তাদের পাশের থাকার কথা জানান।

সর্বশেষ - নীলফামারী