
নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি এবং বাল্যবিবাহ নিরসনে করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা বিএমজেড ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় নারী অধিকার ও অন্তর্ভ‚ক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ এমকেপি।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের আরডিআরএসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
এমকেপির পরিচালক রবিউল আজমের সভাপতিত্বে সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানার ওসি খান মোঃ সাহারিয়ার, সাংবাদিক তাহমিন হক ববী ও শীষ রহমান, নেট্জ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন ও মনিরুজ্জামান, এমকেপির যুক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন এবং এলাকা সমন্বয়কারী বিলকিস বেগম।
আঞ্চলিক সংলাপে জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী, সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন।