
দিনাজপুরের চিরিরবন্দরে ইছামতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যালয়ের অফিসে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সহিদুল ইসলাম বাদলসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেয়া হয়। এসময় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সহিদুল ইসলাম বাদল ইছামতি উচ্চ বিদ্যালয়ের সাথে একটি কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামরুজ্জামান দুলু, মো. মোজাম্মেল হক প্রমূখ বক্তব্য রাখেনন।