নীলফামারীর সৈয়দপুরের কৃতী সন্তান মো. আসাদুজ্জামান নেদারল্যান্ডস’র ইউনির্ভাসিটি অব টোয়েন্টি থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তিনি “ক্লাইমেন্ট চেঞ্জ অ্যাড্যাপটেশন ইন বাংলাদেশঃ সেনস্ ক্যাপাবিলিটি এ্যাপোচ এন্ড দ্যা রোল অফ ফ্রিডম অফ চয়েস” বিষয়ের ওপর এই পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
মেধাবী আসাদুজ্জামান নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ১৯৯১ সাল এসএসসি এবং একই প্রতিষ্ঠান থেকে ১৯৯৩ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (এজি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে এমএস করেন। এরপর তিনি পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য নেদারল্যান্ডস্, এ যান। সেখানকার টোয়েন্টি ইউনির্ভাসিটি থেকে ক্লাইমেন্ট চেঞ্জ অ্যাডাপটেশন ইন বাংলাদেশঃ সেনস্ ক্যাপাবিলিটি এ্যাপোচ এন্ড দ্যা রোল অফ ফ্রিডম অফ চয়েস, বিষয় নিয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত।
তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর (আদানী) গ্রামের মৃত. জাহান উদ্দীন আহমেদের সর্বকনিষ্ঠ পুত্র। তিনি তাঁর ভবিষ্যত জীবনের জন্য সকলের দোয়া প্রার্থী।
সৈয়দপুরে কুয়াশায় পলিথিন দিয়ে বোরো বীজতলা রক্ষার চেষ্টা কৃষকের
নীলফামারী সৈয়দপুরে কয়েক দিন ধওে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর শৈত প্রবাহ চলছে। এতে করে চলতি ইরি-বোরো মৌসুমে বীজতলা রক্ষায় চিন্তিত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষীরা। তাই তারা পলেথিন…