নীলফামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে থানায় মামলা

নীলফামারী সদরে রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামে (মাস্টার পাড়া) জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। এতে বাদী পক্ষের (দুইজন) সেরিনা ও ছেলে সুমন গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ জুলাই) বিকালের দিকে বিবাদীর বাড়ীর সামনে পেয়ে ওই দুইজনকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আসামিরা হলো আব্দুর রউফ (৪৬), আশরাফুল কবির আশিক (২৩), মোছা. আখিঁ বেগম (৩৮), মো. আব্দুল হাই (৫৪), আলিফ (১৮), মোছা, জেসমিন বেগম (৪২)।
এ ব্যাপারে, সেরিনা বেগম বাদী হয়ে সদর থানায় শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। মামলা নং-১৪/২৩। এ ঘটনায় বাদী গত সোমবার (৩ জুলাই) একটি সাধারন ডাইয়েরীও করেন। যার নং-১৬৩/২৩।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, ওইদিন ঘটনাস্থল থেকে ৯৯৯ এ ফোন আসলে সেখানে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। তবে এ ঘটনায় বাদির একটি লিখিত এজাহার পেয়েছি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধ চলছিল বাহালীপাড়া মাষ্টার পাড়া গ্রামের সেরিনা বেগম ও বিবাদী আব্দুর রউফের পরিবারের সাথে। ওই বিরোধের জেরে মঙ্গলবার (৪ জুলাই) বিকালে বিবাদী ১০-১২ জন লোক নিয়ে বাদীর জমিতে এসে মাটি ফেলা বন্ধ করাসহ গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। এরপর প্রতিপক্ষকে বাধা দেয়ার চেষ্টা করলে বিবাদীর লোকজন বাড়ীর সামনে পেয়ে বেধরক পিটিয়ে ফুলা জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে সেরিনা ও সুমনকে সদর হাসপাতালে ভর্তি করেন।
সেরিনা বেগম জানান,‘আমাদের বাড়ির সামনে আমার ভাইয়ের বিনিময়কৃত (দলিল নং-৩৭৮৪) ৭ শতাংশ জমি নিয়ে রউফের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। তারা প্রভাবশালী হওয়ায় মামলা দিতেও ভয়ভীতি দেখিয়েছে। তবে মামলার পর থেকে আব্দুর রউফ ও তার পরিবারের সবাই পলাতক রয়েছে।’
ওই এলাকার বাসিন্দা মো. আবুল কাশেম বলেন, ‘আমাদের সামনেই ঘটনাটি ঘটেছে। আমি এ পর্যন্ত অনেক ঘটনা শুনেছি ও দেখেছি কিন্তু একজন মহিলাকে নির্মমভাবে পিটাবে কখনো দেখি নাই। তাকে বিবস্ত্র করে শ্লিলতাহানি করেছে। এটা করাটা মোটেই ঠিক করেনি।’
এ বিষয়ে ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছি। ওখানে ৯৯৯ এর ফোনে পুলিশ সদস্যরা গিয়েছিল। ভুক্তভোগীর পরিবার লিখিত এজাহার দিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

  • Related Posts

    নীলফামারীতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

    “সূস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তূলবো ক্রীড়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে সদর উপজেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনূন্ঠিত হয়েছে।…

    Continue reading
    অনিয়মেই যেখানে নিয়ম, নীলফামারী সাব-রেজিষ্টার অফিসে দলিল সম্পাদনায় গুণতে হয় বাড়তি টাকা

    নীলফামারী সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অভিযোগের অন্ত নেই। ঘুষ, অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি। এখানে যে কোনো কাজ করাতে হলে আগে টাকা গুনতে হয়।…

    Continue reading

    সকল

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান