স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বৃক্ষরোপন করা হয়েছে। “দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” শ্লোগানকে সামনে রেখে গত ৬, ৭ ও ৮ জুলাই পর্যায়ক্রমে ওই বৃক্ষরোপন করা হয়।
গত ৮ জুলাই (শনিবার) সংগঠনের উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি নুরনবী ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে ইউনিয়নের বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সভাপতি নাঈম ইসলাম ও মো. শাহিনের নেতৃত্বে ইউনিয়নের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি করা হয়।
এছাড়াও এর আগে ৬ জুলাই (বৃহস্পতিবার) সংগঠনের কামারপুকুর ইউনিয়ন সভাপতি মাসুদ পারভেজ নেতৃত্ব ইউনিয়নের চিকলি আবাসনে এবং বাঙালিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের নেতৃত্বে কদমতলী আবাসন ও ফয়জুল উলুম মাদ্রাসায় বৃক্ষরোপন করা হয়েছে।
আর ৭ জুলাই (শুক্রবার) সংগঠনের সৈয়দপুর পৌর শাখার সভাপতি ইমরান নিজামের নেতৃত্বে পাইলট উচ্চ বিদ্যালয় ও শাহ্ আউলিয়া মাজারে এবং খাতামধুপুর ইউনিয়ন শাজাহান সরকার কাজল ও আখতার হোসেন বাদলের নেতৃত্ব ইউনিয়নের হামুরহাট বাজারে বৃক্ষরোপন করা হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা বলেন, বৃক্ষ আমাদেরকে ছায়া, ফুল ও ফল। আমাদের বাঁচার জন্য প্রয়োজনীয়অক্সিজেন জোগায়। বৃক্ষ মানব সমাজের উপকারী বন্ধু। কিন্তু বর্তমানে বৃক্ষ নিধনের যে মহোৎসব শুরু হয়েছে, তাতে আমরা শঙ্কিত। আমরা যে পরিমাণে গাছ নিধন করি, সে পরিমাণ গাছ রোপণ করি না। ফলে বনভূমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কেটে বনভূমি উজাড় করে ফেলা হচ্ছে। এর ক্ষতির পরিমাণ অপরিমেয়। এ ক্ষতি কমাতে হলে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণ করতে হবে।
বৃক্ষরোপন কর্মসুচিতে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর উপদেষ্টা রুহুল আমিন সরকার, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার, সাধারণ সম্পাদক মো. রুবেল,বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলফায়েজ্জামান শাহ সাগর, দাতা সদস্য মোস্তফা কামাল, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষক কমল সরকার, জাহাঙ্গীর আলম, রাশেদুজ্জামান,রাব্বী, আকাঈদ, প্রান্ত, মিরাজ, একরামুল, রাজু, তানভীর, সুমন, বিপ্লব, মোমিন, সাব্বির রানা,আফিফ,শাহিন,আশিক, সাগর, রুবেল, আবু যার, ফিরোজ, জিতু, জাকির, রাকিব, রাকিন, সায়মুন, আতিকুল, নুরুজ্জামান,এন্দাদুল, খালিদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুরে কুয়াশায় পলিথিন দিয়ে বোরো বীজতলা রক্ষার চেষ্টা কৃষকের
নীলফামারী সৈয়দপুরে কয়েক দিন ধওে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর শৈত প্রবাহ চলছে। এতে করে চলতি ইরি-বোরো মৌসুমে বীজতলা রক্ষায় চিন্তিত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষীরা। তাই তারা পলেথিন…