সৈয়দপুরে ইভটিজারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: দুই পুলিশ কর্মকর্তা আহত

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্তের অভিযোগে দায়েরকৃত মামলার গ্রেফতারকৃত আসামী আনোয়ারুল আজিমকে (২২) ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের উপকন্ঠে কামারপুকুর বাজারে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা হলেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা। বর্তমানে আহত ওই পুলিশ কর্মকর্তারা স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলা সূত্র মতে, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামের গোলাম কাদের বাবুর মেয়ে। এসএসসি পরীক্ষার্থী ওই মেয়েকে দীর্ঘ দিন থেকে উত্যক্ত করে আসছিল কামারপুকুর বাজারের দিদারুল ইসলামের ছেলে আনোয়ারুল আজিম। এ উত্যক্তের ঘটনায় উভয় পরিবারের মধ্যে একাধিকবার স্থানীয় ভাবে বৈঠক হয়। সর্বশেষ সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে উত্যক্তকারী আর ওই ছাত্রীকে উত্যক্ত করবেনা মর্মে মুচলেকা দেয়। কিন্ত তারপরও স্কুল যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করতে থাকে। এছাড়া মেয়েটির ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘নীলপরী’ নামে একটি ভূয়া আইডি খুলে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল নগ্ন ছবি পোস্ট করে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েটির বাবা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আবু তারেক দিপু তাৎক্ষনিক পুলিশ সদস্যদের নিয়ে আসামী আনোয়ারুল আজিমকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামীকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন তাঁকে ছিনিয়ে নিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের ওই দুই কর্মকর্তা আহত হন। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামীসহ তাঁর দুই সহযোগিকে আটক করে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম (৫০) ও নাঈম ইসলাম মিশু (২০) নামে দুইজনকে আটক রয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • Related Posts

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত স্কুলের নিজস্ব খেলার মাঠে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) ওই…

    Continue reading
    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সৈয়দপুরে ববি নামে এক মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১২ ফেব্রুিয়ারি) দুপুরে শহরের বাবুপাড়ার নিজ বাড়ী থেকে সৈয়দপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মহিলা লীগ নেত্রী…

    Continue reading

    সকল

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

    চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

    ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন : আহমাদুল্লাহ

    ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন : আহমাদুল্লাহ

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

    ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    তিস্তা বাঁচাও নদী বাচাঁও প্রচারনা ও পথসভা

    তিস্তা বাঁচাও নদী বাচাঁও প্রচারনা ও পথসভা

    আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী

    আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী