মৃৎশিল্পে আধুনিক প্রযুক্তির ছোঁয়া

মৃৎশিল্পে সবাই জড়িত। চিরিরবন্দরের নশরতপুরের  পালপাড়া এমনই গ্রাম। পালপাড়ার ভিতরে যে কেউ গেলেই বুঝতে পারবে এলাকাটি মৃৎশিল্পের। তবে ঐতিহ্যের সেই পালপাড়া বদলে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়েছে তাদের। এখনো প্রতিটি পরিবার এই মৃৎশিল্পে জড়িত থাকলেও অনেক পরিবারের কেউ কেউ পেশা বদলে ভ্যানচালক, দোকানদার নয়তো অন্য পেশায় চলে গেছেন। বাজারে মৃৎশিল্পের চাহিদা থাকলেও আর্থিক সংকটের কারণে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পারছেন না বেশির ভাগ কারিগর। তবে কয়েকজন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সহায়তায় তৈরি করছেন মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ। তারা মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন ইলেকট্রিক মটরের সাহায্যে। ইলেকট্রিক মটরের সাহায্যেই ঘুরছে মাটির জিনিসপত্র তৈরির চাক। এ বৈদ্যুতিক চাক মেশিন ব্যবহারে মৃৎশিল্পের কারিগরদের শারীরিক শ্রম সাশ্রয়ের সঙ্গে স্বল্প সময় এবং স্বল্প খরচে অধিক পরিমাণে মাটির জিনিসপত্র উৎপাদন করতে পারছেন। এতে বদলে যাচ্ছে অনেক মৃৎশিল্পীদের অর্থনৈতিক অবস্থাও। পাল সম্প্রদায়ের মানুষের কষ্ট লাঘবে স্বপ্ন ও ভাবনা থেকেই দিনাজপুরের চিরিরবন্দরের নশরতপুর গ্রামের দিঘলনালীপাড়ার এস এম মজিবর রহমান ২০১৯ সালে উদ্ভাবন করেছেন মৃৎশিল্পে ব্যবহারে কুমারদের জন্য বৈদ্যুতিক চাক মেশিন। খানসামা সড়কের দরগাহপাড়ে মেসার্স রাজা ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ নামে ব্যবসা প্রতিষ্ঠানও গড়েছেন তিনি। তার উদ্ভাবিত বৈদ্যুতিক চাক মেশিন বৈদ্যুতিক মটারে এসি থেকে ডিসিতে রূপান্তরিত হয়ে স্বল্প বিদ্যুৎ খরচে ডিসি মটর ব্যবহারে বৈদ্যুতিক চাক মেশিনটি ঘুরছে। এ বৈদ্যুতিক চাক মেশিন ২.৫ অশ্ব শক্তিতে ১৪৭০ আরপিএম (গতি) রেগুলেটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এ বৈদ্যুতিক চাক মেশিন তৈরিতে খরচ পড়ছে মাত্র সাড়ে ৯ হাজার টাকা। এ বৈদ্যুতিক চাক মেশিনটি দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারলে মৃৎশিল্পের কারিগরদের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং তিন গুণ উৎপাদন বেশি হবে। ফলে মৃৎশিল্পীরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। এ ছাড়াও মৃৎশিল্পের উন্নয়নে মাটির মন্ড তৈরির মেশিন তৈরির চেষ্টা করছেন তিনি। মৃৎশিল্পী বাবলু চন্দ্র পাল জানান, বাব-দাদার আমল থেকে পরিবারের সবাই এই পেশায় জড়িত। মাটিসহ পোড়ানোর কাজে খরচ এবং চাহিদা কমে যাওয়ায় আগের মতো আয় হয় না। বলা যায় দুর্দিন চলছে। তাই অনেকে পেশা ছেড়ে দিচ্ছে। মাসে ২৬-৩০ হাজার টাকার মাটির হাঁড়ি-পাতিল, কলস, টপসহ বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করতে পরিারের পাঁচজনকে শ্রম দিতে হয় এবং এখন খরচও বেশি হয়। তাই কোনো রকমে সংসার চলে। মৃৎশিল্পী নিরঞ্জন পাল, শ্যামল চন্দ্র পাল, প্রতিবন্ধী রূপ কুমার পাল জানান, আগে প্রচলিত পদ্ধতিতে মাটি দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফুলের টব বা হাঁড়ি-পাতিল তৈরি করতে পারতাম। এখন এ বৈদ্যুতিক চাক মেশিন দিয়ে প্রতিদিন ৭০০ থেকে ১ হাজার মাটির ফুলের টব বা হাঁড়ি-পাতিল তৈরি করা যায়। বিদ্যুৎ খরচও কম। এ মেশিনে মাসে ১০০ থেকে ১৫০ টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। মেশিন ব্যবহারে সময় এবং শ্রমও সাশ্রয় হচ্ছে। পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বৈদ্যুতিক চাক মেশিন উদ্ভাবক এস এম মজিবর রহমান জানান, অর্থনৈতিক সমস্যার কারণে বেশি দূর অগ্রসর হতে পারছি না। মেশিনটি কীভাবে আরও উন্নত করা যায় তার চিন্তাভাবনা করছি। এ পর্যন্ত ২৫টি এই মেশিন বিক্রি হয়েছে। এই মেশিনে বিদ্যুৎ খরচ কম। সোলার বিদ্যুৎ দিয়েও চলবে মেশিনটি। সরকারি  সহযোগিতা পেলে এ মেশিন বৃহৎ পরিসরে বাজারজাত করে মৃৎশিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারব ইনশা আল্লাহ।

  • Related Posts

    চিরিরবন্দরে ধর্ষণ মামলার আসামী কালুর আদালতে আত্নসমর্পণ

    কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মামলা ধামাচাপা দিতে মা-মেয়ে ও ছেলেকে ঘরের মধ্যে প্রেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার আসামী উপেন চন্দ্র পাল…

    Continue reading
    চিরিরবন্দরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

    কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি