নীলফামারীর ডোমারে বাড়ীর পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে আভা মনি নামে ১৪ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(২৬ জুন) সকাল ১১টার দিকে ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের পানুয়াটারী মজনু পাড়ায় দূর্ঘটনাটি ঘটে।শিশু আভা মনি ওই গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে।
স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, শিশুটি বাড়িতে খেলা খেলছিল। সবার অগোচরে খেলতে খেলতে শিশুটি বাড়ীর পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায় ওই গর্তে পানিতে পড়ে থাকতে দেখতে পায়। সেখানেই তার মৃত্যু হয়েছে।