নীলফামারীর সৈয়দপুরে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এক্সেল আইটি ট্রেনিং সেন্টারের গত ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সেশনের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের শহীদ স্মরণী সংলগ্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ. কে.এম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সেল আইটি ট্রেনিং সেন্টারের উদ্যোক্তা ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. লোকমান হাকিম লিটন।
একই অনুষ্ঠানে ২০২৩ সালের জানুয়ারি- জুন সেশনের শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হয়। সবশেষে একটি বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সৈয়দপুরে অবস্থিত এক্সেল আইটি ট্রেনিং সেন্টারটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত একটি প্রতিষ্ঠান। এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিবেশন ও গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং প্রশিক্ষণ প্রদান করা হয়। এর উদ্যোক্তা হচ্ছে সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. লোকমান হাকিম লিটন।
সৈয়দপুরে কুয়াশায় পলিথিন দিয়ে বোরো বীজতলা রক্ষার চেষ্টা কৃষকের
নীলফামারী সৈয়দপুরে কয়েক দিন ধওে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর শৈত প্রবাহ চলছে। এতে করে চলতি ইরি-বোরো মৌসুমে বীজতলা রক্ষায় চিন্তিত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষীরা। তাই তারা পলেথিন…