বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখায় সাধারণ সম্পাদক পদে মো. আতাউর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এবিএম শফিকুল ইসলাম ২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়াও প্রত্যক্ষ ভোটে কমিশনার হিসেবে সাফিউল আলম ও কোষাধ্যক্ষ হিসেবে সৈয়দ গোলাম ফারুক নির্বাচিত হন। এতে মোট ভোটার সংখ্যা ৮১জনের মধ্যে ৬৭জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্প্রতি, নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটগ্রহণ শেষে তিন বছরের জন্য নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন জেলা প্রশাসক।
কমিটিতে সভাপতি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং সহ-সভাপতি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি, মজিবুর রহমান (স্কাউট শাখা), মমিনুল ইসলাম (কাব স্কাউট শাখা) ও শাহিনুল ইসলাম (কমিউনিটি বেইজড স্কাউট গ্রুপ) নির্বাচিত হন।
এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন যুগ্ম সম্পাদক পদে নিয়াজ মোর্শেদ, লিডার ট্রেনার হিসেবে রওনক জাহান ও বিনয় কুমার রায়, সহ-লিডার ট্রেনার পদে প্রশান্ত চন্দ্র কর্মকার ও শাহ মো. গোলাম কিবরিয়া।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, মোট ভোটার ৮১জনের মধ্যে ৬৭জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।