নীলফামারীতে বার বার আপন চাচার কাছে প্রতরনার শিকার ভাতিজা

জমি-জমা সংক্রান্ত বিষয়ে আপন চাচার কাছে বার বার প্রতারনার শিকার হয়েছে ভাতিজা। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার হাজি মহসিন সড়ক এলাকার বাসিন্দা চাচা এ.কে.এম আমিনুল হক পাটাশের কাছে বার বার প্রতরনার শিকার হয়ে যাচ্ছেন ভাতিজা ফরহাদ নওরোজ নাহিন। প্রতারনার শিকার ভাতিজা নাহিন ন্যায় বিচারের দাবিতে চাচা আমিনুল হক, দলিল লেখক আব্দুল্লাহ ও তাদের সহযোগী শামিম হোসেনের নামে আদালতে মামলাও দায়ের করে। মামলা দায়েরের পর চাচা জমি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান করে নিবে মর্মে আদালতে বললেও এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয় নি।

জানা যায়, “গত ২০২১ সালের ২৭মে নীলফামারী বিজ্ঞ চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে প্রতারনার শিকার ফরহাদ নওরোজ নাহিন কর্তৃক দায়েরকৃত সিআর ২৩১ নং ফৌজদারী মামলা যার বাংলাদেশ পেনাল কোড দন্ডবিধি ৪০৬ ও ৪২০ নং ধারা এবং সিআর ১৮৯ মোকদ্দমা যাহার ধারা ৪০৬, ৪২০,৩৪,১১৪ বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা বিজ্ঞ আদালত কর্তৃক আমলে নিয়ে চাচা আমিনুল হক পাটাশ ও তার পরিবারের একজন, দলিল লেখক ও তাদের সহযোগী মোঃ শামিম হোসেনকে গত ৮/৭/২০২১ ইং আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়া সমন জারি করা হয়েছিল। এর আগে সি আর ৪৪৭/২০ নং ফৌজদারী মোকদ্দমায় আমিনুল হক পাটাশের বিরুদ্ধে অনায়নকৃত অভিযোগ মাননীয় বিজ্ঞ আদালত ততকালীন এসি ল্যান্ড নীলফামারী সদর উপজেলা মোঃ বেলায়েত হোসেন মহোদয় কে দায়িত্ব প্রদান করলে বাদী বিবাদী ও সাক্ষী গনের উপস্থিতিতে ডকুমেন্টারি কাগজ পত্র দেখে সাক্ষী পর্যালোচনা কওে চাচা আমিনুল হক পাটাশের বিশ্বাসভঙ্গ জনক অপরাধের সত্যতা পাওয়া যায় মর্মে বিজ্ঞ আদালতে সুনির্দিষ্ট অভিযোগ নথি সংযুক্ত সাক্ষীগনের লিখিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আমিনুল হক পাটাশের বিরুদ্ধে আনিতো অভিযোগ নিরঙ্কুশরুপে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আমলি আদালত ১ নীলফামারী সদর আসামী আমিনুল হক পাটাশকে স্বশরিরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়া সমন জারি করে। ধার্য তারিখে আদালতে স্বশরিরে উপস্থিত হয়ে আমিনুল হক তার আইনজীবীর মাধ্যমে আপোষের শর্তে জামিন পান।  সিআর ৪৪৭/২০ নং মামলার বাদী ফরহাদ নওরোজ নাহিনকে খতিপুরন বাবদ কিছু জমি বিনিময় ও কিছু জমি সাফ-কবলায় বিধি মোতাবেক হস্তান্তর এবং গত ২/৩/২১ ইং তারিখের সম্পাদিত ১৮৭১ নং বিভাগ বন্টন দলিলটি ত্রুটিপূর্ণ যা তিনি ৪৪৭/২০ মামলার জবাবে আদালতে নিজেই উলে¬খ করিয়াছিলেন তা নতুন করে ভুল ত্রæটি সঠিক করে সম্পাদন পূর্বক রেজিষ্ট্রি করে দেওয়ার শর্তেই সিআর ওই মামলাটি নিষ্পত্তি হয়। কিন্তু তারপরও তিনি সেই ভুল ত্রæটি সঠিক করে সম্পাদন করে দেন নি। পূনরায় চাচা আমিনুল হক ভাতিজা ফরহাদ নওরোজ নাহিন উদ্দেশ্য প্রণোদিত বিশ্বাসভঙ্গজনক প্রতারণাপূর্ণ কর্মকান্ডে সিআর ফৌজদারি ৪৪৭/২০ নং ফৌজদারী মোকদ্দমাটি আপষের শর্ত অনুযায়ী খতিপূরন বাবদ বিনিময় দলিল নং ২৬৪৮ এবং সাফ কবলা ২৬৪৯ নং দলিল দুটিই ত্রুটিপূর্ণ এবং সূচতুর বিবাদী আমিনুল হক তাহার সহযোগীদের সহায়তায় প্রতারনা ও বিশ্বাসভঙ্গের মামলায় দোষী সাব্যস্ত হইয়া আপষ করিতে গিয়া নতুন করিয়া পূনরায় আবার বিশ্বাসভঙ্গ করেন যার ফলে বাদী ফরহাদ নওরোজ নাহিন পূনরায় আর্থিক ও পাড়িবারিক ভাবে চরম ক্ষতির সম্মুখিন হন।”

বাদী ফরহাদ নওরোজ নাহিন বলেন, ‘নিজেদের অসম্মান অস্তিত্ব রক্ষার্থে ন্যায্য হক আদায়ে আইনবহির্ভূত অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমিনুল হক পাটাশ ও তার অবৈধ কর্মকান্ডের সহায়তাকারী ও সহযোগীদের কে আাসামী করে আমি নীলফামারী এসি ল্যান্ড কোর্ট, এডিসি রেভিনিউ কোর্ট, এডিএম কোর্ট এবং নীলফামারী জেলা বিজ্ঞ জজ আদালতে আরো অনেক মোকদ্দমা করেন। যার মধ্যে কিছু নিষ্পত্তি হয়েছে ও কিছু চলমান রয়েছে। সিভিল জাল দলিলের মামলা ৪৪/১৭ দায়ের করা হয়েছিলো যাহাতে আসামীদের বিরূদ্ধে ফরহাদ নওরোজ নাহিন সহকারী জেলা জজ আদালত হতে ডিক্রি পান। মামলা গুলো হলো এনজিআর মামলা ১৫২/১৯, জিআর মামলা ৩৮০/১৯ , সিআর মামলা ৬২৯/১৯, ঝ/প মামলা ৬৪৬/২০, স্পেশাল কেস নং ৭১৪/২০, ল্যান্ড সার্ভে মামলা ৪৬৯/২০, ল্যান্ড সার্ভে মামলা ৭১/১৮, ল্যান্ড সার্ভে মামলা ৩২৮/২০, ল্যান্ড সার্ভে মামলা ৪৭০/২০।

তিনি আরও বলেন, ‘ বর্তমানে সর্বশেষ সি আর মামলা ২৩১/২১ ধারা ৪২০, ৪০৬, যেখানেও আপোষের শর্ত ছিলো বিবাদী আমিনুল হক পাটাশ ১৮৭১ নং বিভাগ বন্টন দলিলের পক্ষ ঠিক ও ভুল ত্রুটি গুলো ছয় মাসের মধ্যে সংশোধন করে দিবেন এবং সুনির্দিষ্ট শর্তসাপেক্ষে সিআর ২৩১/২১ মোকদ্দমাটি নিষ্পত্তি হয়েছিলো কিন্তু আপষের শর্ত চরমভাবে ভঙ্গ ও লঙ্ঘন করায় যথাযথ সামাজিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন পূর্বক এ কে এম আমিনুল হক পাটাশের বিরুদ্ধে পূনরায় সিআর ৫১৮ নং মোকদ্দমা,ধারা ৪২০, ৪০৬ চলমান রহিয়াছে, যাহাতে তিনি আপোষের সর্তে জামিনে আছেন এবং বিজ্ঞ মাননীয় আদালত কতৃক তাহাকে সর্বশেষবারের মতো সময় দিয়ে পরবর্তী ধার্য্য তারিখ ৩/০৭/২৩ ইং নির্ধারিত করা হইয়াছে।’

  • Related Posts

    নীলফামারীতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

    “সূস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তূলবো ক্রীড়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে সদর উপজেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনূন্ঠিত হয়েছে।…

    Continue reading
    অনিয়মেই যেখানে নিয়ম, নীলফামারী সাব-রেজিষ্টার অফিসে দলিল সম্পাদনায় গুণতে হয় বাড়তি টাকা

    নীলফামারী সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অভিযোগের অন্ত নেই। ঘুষ, অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি। এখানে যে কোনো কাজ করাতে হলে আগে টাকা গুনতে হয়।…

    Continue reading

    সকল

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

    চিরিরবন্দরে এবি পার্টির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

    ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন : আহমাদুল্লাহ

    ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন : আহমাদুল্লাহ

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    অনিরাপদ বোধ করছি : পরীমণি

    ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

    ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    সৈয়দপুরে মহিলালীগ নেত্রী ববি গ্রেপ্তার

    তিস্তা বাঁচাও নদী বাচাঁও প্রচারনা ও পথসভা

    তিস্তা বাঁচাও নদী বাচাঁও প্রচারনা ও পথসভা

    আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী

    আজ নির্বাচন কমিশনে যাবে জামায়াতে ইসলামী