নীলফামারীর সৈয়দপুরে চারদিন পর দেখা গেল সূর্যের মুখ। এ এলাকায় চারদিন ঘন কুয়াশার পর অবশেষে আকাশে উঁকি দিয়েছে সূর্য ।গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে সূর্য মামার দেখা মেলায় খুশি এ এলাকার শীতার্ত মানুষজন। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট সময়মত ওঠানামা করছে।
উত্তরের জনপথ সৈয়দপুরে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১২ টা থেকে একটু রোদের ঝিলিক দেখা গেলেও বিকাল ৪টার পড়ে কুয়াশা আর হীমেল হাওয়া বইতে থাকে।
চলতি সপ্তাহে তাপমাত্রা প্রায় প্রতিদিনই কমতে শুরু করায় গত চারদিন ধরে সূর্যের দেখা নেই সৈয়দপুর উপজেলায়। জবুথবু মানুষ দিন ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। কর্মজীবী মানুষ কাজের জন্য বাইরে খুব একটা বের হয়নি। এ এলাকার তাপমাত্রা আরও কমবে ও চলতি মাসে কয়েকটি শৈত্য প্রবাহ রয়েছে। এমন আভাস দিয়েছেন সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…