পঞ্চগড় জেলার বোদা উপজেলায় শীতার্তদের মাঝে ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার বোদা ইউনিয়নের প্রসাদ গ্রামের আল-আকসা মসজিদ মাঠে ৪ শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত নারী- পুরুষকে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় সমাজসেবী আহসান হাবীব আমজাদের আয়োজনে এবং কেয়া কসমেটিক লিমিটেডের পক্ষ থেকে এ শীতবন্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং বোদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহাব্বত, সমাজসেবক রবিউল ইসলাম এবং আল-আকসা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…