‘হাসপাতাল সমাজ সেবা কার্যক্রম জোরদারকরণ : সমস্যা, সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ক সেমিনার বুধবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
২৫০শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু আল হাজ্জাজ, সিনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মেজবাহুল মোকাররাবীন বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নুরন্নাহার নুরী।
সেমিনারে সমাজ সেবা কার্যক্রমের আওতায় সেবার মান বাড়ানো, তহবিল সংগ্রহ এবং রোগী কল্যাণ সমিতির কার্যক্রম সক্রিয় করণের আহবান জানানো হয়।
চিকিৎসক, গণমাধ্যম কর্মী এবং সমাজ সেবা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নতিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়
নীলফামারী সদরের নতিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় ও নব গঠিত এভহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩) জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠাত প্রধান শিক্ষক মোতাহার…