নীলফামারীর ডোমার ছোট রাউতা দোমূখা গঙ্গাঁমাতা ও বিষ্ণু মন্দির সংলগ্ন নদী ভাঁঙ্গণ হতে মন্দির রক্ষার জন্য প্রকল্প কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছোট রাউতা গঙ্গাঁমাতা ও বিষ্ণু মন্দির কমিটি উল্লেখিত মন্দিরের মাঠ প্রাঙ্গঁণে আলোচনা সভার আয়োজন করেন।
শনিবার (১০ জুন) দুপুরে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প কাজের উদ্বোধন করেন। মন্দির কমিটির সভাপতি রামনিবাশ আগরওয়ালা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উজ্জ্বল কানজিলাল সভাটি সঞ্চালনা করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, ডোমার পূজাঁ উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সহিদ আহমেদ শান্তু,সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ উপস্তিত ছিলেন।
প্রসঙ্গত; মন্দির সংলগ্ন নদী ভাঙ্গণ রোধে পানি উন্নয়ন বোর্ডের ৩০ লক্ষ টাকা ব্যয়ে একশত ৩০ মিটার লেন নির্মাণ করা হবে। ১৭৫ কেজি ওজনের ৩হাজার ৩৫১টি জিও ব্যাগ লেন নির্মাণে ব্যবহার করা হবে বলে জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স রংপুর।