একই মাঠে মিলছে ৪৪ টি সরকারি—বেসরকারি দপ্তরের সেবা: নীলফামারীতে চলছে দুইদিন ব্যাপী তথ্যমেলা

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণের তথ্য অধিকারকে সুপতিষ্ঠিত করার লক্ষ্যে নীলফামারীতে বিভিন্ন কর্মসূচিসহ অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী তথ্যমেলা। মেলায় একসাথে মিলছে জেলার ৪৪ টি সরকারি—বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য ও সেবা।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর যৌথ উদ্যোগে শহিদ মিনার প্রাঙ্গণে আজ ও আগামীকাল (৯ ও ১০ ডিসেম্বর ২০২৪) এ মেলার অয়োজন। সোমবার সকালে ফিতা কেটে তথ্যমেলার শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শণ করেন এবং সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সকল তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশ ও প্রচার নিশ্চিত করার আহ্বান জানান। এরপর, মেলা প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী স্বাক্ষর প্রদান করেন জেলা প্রশাসকসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

এর আগে, জেলা প্রশাসন, নীলফামারী, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর, দুপ্রক এবং সনাক এর যৌথ উদ্যোগে মানববন্ধন ও দুর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক—আল—মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসনারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাম্মেল হক, সনাক সভাপতি মো. আকতারুল আলম বক্তব্য রাখেন। দুর্নীতিকে ঘৃণা করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, বিশেষ পরিচয় ছাড়া সাধারণ নাগরিকের জন্য সকল সেবা নিশ্চিত করতে হবে; বৈষম্যবিরোধী চেতনার মূল চেতনা পূরণে সকলকে সচেষ্ট থাকতে হবে।

এরপর, মেলা প্রাঙ্গণে ‘‘তথ্যের অবাধ প্রবাহই পারে দুর্নীতি রুখতে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নীলফামারী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ এর দুটি চৌকস দল। আগামীকাল ১০ ডিসেম্বর ২০২৪, সকাল ১০:৩০টায় মেলা প্রাঙ্গণে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি তাদের সেবাসংক্রান্ত বিষয় উপস্থাপন করবেন এবং উপস্থিত নাগরিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

মেলায় সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানের ৪৪টি স্টল সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে। সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে—কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়। এছাড়া মেলায় দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আগামীকাল চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

  • Related Posts

    নতিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়

    নীলফামারী সদরের নতিবাড়ী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় ও নব গঠিত এভহক কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৩) জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠাত প্রধান শিক্ষক মোতাহার…

    Continue reading
    ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে

    স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সকল

    পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

    পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

    নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন: পরীমণি

    এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন: পরীমণি

    আমাজনের গহিনে মহুয়া রউফ, কেমন ছিলো অভিজ্ঞতা

    আমাজনের গহিনে মহুয়া রউফ, কেমন ছিলো অভিজ্ঞতা

    তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালিত হচ্ছে

    তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালিত হচ্ছে

    রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

    রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

    আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না

    আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না

    নীলফামারীতে সমবায় দলের কর্মীসভা অনুষ্ঠিত

    নীলফামারীতে সমবায় দলের কর্মীসভা অনুষ্ঠিত

    উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ

    উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ