নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ (৮ ডিসেম্বর) রোববার বেলা আড়াই টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। দেশ বিরোধী ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের অপতৎপরতার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী শ্রাবন, হাবিব ও রিয়াজ প্রমূখ। শিক্ষার্থীরা বলেন, পতিত স্বৈরাচারের অপতৎপরতার মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র, সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে। তারা ইসকনকে ঢাল হিসাবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিন্তু প্রতিবাদী ছাত্র সমাজ বেঁচে থাকতে ষড়যন্ত্র সফল হতে দবে না।
পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…