নীলফামারীর সৈয়দপুরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে হাজার হাজার মানুয় রাস্তায় বিক্ষোভ করেন।গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) শহরে জুম্মার নামাজের পর এ বিক্ষোভ বের করা হয়। বিক্ষোভটি শহরের শহরের জিআরপি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ওই বিক্ষোভ মিছিলে যোগদান করতে শহরের বিভিন্ন মসজিদ থেকে জুমা নামাজের পর খন্ড খন্ড মিছিল করে সর্বস্তরের আলেম সমাজসহ সকল ধম্যপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ শেষে একইস্থানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়ত সৈয়দপুর এর ডাকে ওই বিক্ষোভে সমাবেশ এর আয়োজন করা হয়।
জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব গুলজার আশরাফী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আহলে সুন্নাতের খলিফা আসিফ আশরাফী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, আহলে সুন্নাতের খালিদ আজম, মাওলানা শাহিদ রেজা রিজভী, মোমিনুল ইসলাম রিজভী, আল-ফারুক একাডেমীর শিক্ষক সাহবাজ উদ্দিন সবুজ, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মাওলানা সাবির হোসেন রিজভী, মাওলানা গোলাম কাদের হিরা আশরাফী, শামস চুন, শেখ কুতুব উদ্দিন, শাহিদ কাদেরী, হায়দার এমাদী, ছাত্রদল নেতা আরমান হোসেন, শাম্মু আশরাফী, রাকিব খান এমাদী, সৈয়্যদ পাপ্পু বাখশি, নাদিম আশরাফী, আশরাফসহ আহলে সুন্নাতের অন্যান্য আলেমবৃন্দ।
ঊক্তারা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মিথ্যাচার, আগ্রাসন, আজমের শরীফের খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) এর দরগাহ নিয়ে ষড়যন্ত্র, ত্রিপুরা বাংলাদেশ দুতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননা, ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানান। শান্তিপ্রিয় বাংলাদেশ ভারতের অযাচিত আগ্রাসনের তীব্র প্রতিবাদে বলেন, যে ভারতে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ নয়, যে দেশে মুসলমানদের ইবাদতস্থল মসজিদ, মাদ্রাসা নিরাপদ নয় এমনকি সকল ধর্মের শ্রদ্ধাস্থল আজমের শরীফেও তাঁদের কু-নজর পড়েছে সেই ভারত দেশ দেশ আমাদের যেনো সংখ্যালঘু সুরক্ষার শিক্ষা না দেয়। আগে নিজের দেশে সংখ্যালঘুেেদর নিরাপত্তা দিন। ভারত ইসকনের মাধ্যমে বাংলাদেশ অস্থিতিশিল করতে তৎপর বিধায় ‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তা নিষিদ্ধের দাবী জানান। দেশের হিন্দু-মুসলিমের মধ্যে থাকা সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে।
সেই সাথে দেশের মধ্যে বিভিন্ন মসজিদ, দরগাহ ও মাজারে হামলা করে মুসলমানদের মাঝে একতা বিনষ্টকারীদেরও চিহ্নিত করে তাদের শাস্তির দাবী জানানো হয়। পরে সালাতো সালাম ও দেশ জাতির কল্যানে মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশাল ওই প্রতিবাদ সমাবেশ।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…